কুষ্টিয়া প্রতিনিধিঃ ওয়াহিদুজ্জামান অর্ক
১৪ ফেব্রুয়ারি শুক্রবার কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া ঈদগাহ ময়দানে কুষ্টিয়া সেভলাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হেলথ ক্যম্প ও ফ্রি ব্লাড গ্র“পিং এর আয়োজন করা হয় এবং রোগীদের বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। সেভলাইফ ফাউন্ডেশন এর সভাপতি আশরাফ উদ্দিন নজু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার গৌরব চাকীর পরিচালনায় ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। হেলথ ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মাইক্রো ল্যাব সেন্টার লিঃ। সেভলাইফ ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মোকাদ্দেস হোসেনের ব্যবস্থাপনায় এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, সাবেক সভাপতি আব্দুর রশীদ নুন্তা, সহ-সভাপতি নজরুল ইসলাম, মাইক্রোল্যাব এর চেয়ারম্যান তুহিন চাকী, ম্যানেজিং ডিরেক্টর মো: আমিনুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
উক্ত হেলথ ক্যাম্পে ডাঃ মোঃ রাশেদুল ইসলাম (মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ কৈলাশ কুমার তুলসান (শিশু বিশেষজ্ঞ), ডাঃ সুজিত কুমার পাল (মেডিসিন এন্ড এন্ডোফাইনোলজী), ডাঃ আফসানা ইসরাত (গাইনী বিশেষজ্ঞ), ডাঃ আফসানা তাজসীন (গাইনী বিশেষজ্ঞ) রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। উক্ত আয়োজনে শহর আওয়ামী লীগ নেতা ডাঃ আফিল উদ্দিন, শহর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সর্দ্দার পাভেল, শহর যুবলীগ নেতা জেড এম সম্রাট ও সেভলাইফ ফাউন্ডেশনের পক্ষে রিংকু কর্মকার, সাজিম শেখ, পরিতোষ দাস, রফিকুল ইসলাম, কিশোর কুমার ঘোষ জগত, রাজীব সাহা, মো: ইয়ামিন, মো: শিশির, জয়, সীমান্ত, স্বপ্ন, মো: রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ভালোবাসা দিবসে সেভলাইফের এমন ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং জনগণের করোনা ভাইরাস সংক্রান্ত সাবধানতা সম্পর্কিত করনীয় বিষয়ে বক্তব্য রাখেন।